খোঁজ
ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়েই বি এস এফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে সন্ত্রাসবাদীদের আনাগোনা। সেদিন বনগাঁ অঞ্চলে শ্রীকৃষ্ণ কীর্তন জলসায় জ্যোতি যাবে বলেছিল। তাই সে কয়দিন ছুটি চায়। গৃহবন্দী থাকায় অনেকদিন কারো সাথে যোগাযোগ নেই তার।শুনেছিলাম বনগাঁতেই বাপেরবড়ি। ছেলে শশীকে নিয়েই সে জলসায় গেছিল। হঠাৎ জলসার ভেতর গুলি। পুলিশের তাড়া খেয়ে নাকি দুঃস্কৃতিরা জলসায় ঠুকে পড়ে।তাদের লক্ষ্য করেই জওয়ানরা গুলি ছোড়ে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে তার ছেলের বুকে। ওই অবস্থাতেই শশীকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু ছেলে আর তার কোলে ফিরে আসেনি।জ্যোতি এখন পাগলের মতো ছেলেকে খুঁজে বেড়ায়।