স্রোতের টানে আপন মনে
যাচ্ছি ভেসে কোনখানে?
কেউ কি জানে যাওয়ার মানে
বলতে পারে কয় জনে?
খামখেয়ালি মন হারাল ভাষা
গোলাপীদিনে শনি সর্বনাশা
হারিয়ে আশা হারাল স্বপন দিশা
জাগল না আর সেই তৃষা।
মুগ্ধ মন ভাসে অনুরাগে
হৃদয়ে প্রেম নীরবে জাগে
মধুর অমৃত বাণী শুনে
ধরল প্রেমের নেশা নয়নে।
মরমে আজ সে ধ্বনি বেজেছে
মিথ্যে বসন্ত হৃদয় ভেঙেছে।
জীবন হল যেন অগোছালো
খামখেয়ালি মন এলোমেলো।