হৃদয় কিনারে এসেছিলো পালতোলা এক নৌকা
যখন খেলছিলাম কিশোরী মনে এক্কাদোক্কা
ছিলে তুমি তাতে নাবিক বেশে
হাত ধরে টেনে নিলে ভালবেসে।
দেখেছিলাম লেখাছিল সেই পালে সেইদিনে
একে অপরের পরিপূরক আমরা দুজনে।
সেইসব কথা পড়ে আজ মনে
হয়েছিল মন চুরি হৃদয়ে গোপনে।
কে বুঝেছিল প্রথম চোখের ভাষা
হৃদয়ের ভাষার টানে প্রেম ডিঙায় ভাসা
ভালবাসায় কি যায় দেওয়াল তোলা?
মনের দরজায় কখনও পড়েনা তালা।
এখানেও ক্রিয়া প্রতিক্রিয়ায় বিজ্ঞান
খুলে দিল প্রেমিক মনের অভিজ্ঞান।
বেঁধে বাহুডোরে মুগ্ধতায় এঁকেছিলে চুম্বন
জ্যোৎস্নার উজ্জ্বলতায় ভরে গেল মন।
সেই ইন্দ্রিয়ানুভূতি সোহাগী হৃদয় আলিঙ্গন
প্রেমরস ধারার বন্যায় ভাসিয়ে জীবন
পারেনি করতে কোন মিথ্যা আচরণ
স্বপ্নালু আশায় প্রেরণায় ভরেছে নয়ন।
আপন হৃদয়ে দিলে যাকে স্থান
সম্পর্কের বাঁধন হোক অটুট অম্লান।
হৃদয় সিংহাসনে বসে তুমি অতুলনীয়
মননে পরাণে আছো আজও অদ্বিতীয়।