সপ্তমে সব জ্বালা কথা
মন পোড়ে রাগে
কোমল কথা হয় যথযথা
জাগে প্রেমের আবেগে।
বাঁকা হয় সেই কথা
যা দেয় মনে কষ্ট
সোজাভাবে বলা কথাও
হয় না তা স্পষ্ট।
কথা হলে উচ্চস্বরে
হৃদয়ে লাগে ব্যথা,
হৃদয় তো আনন্দে ভাসে
হলে অনুরাগী কথা।
কথা তো নয় কথার কথা
মনের গোপন বাসনা
শব্দের ঠাস বুনটে
কবিতা আসে না।