মুখে মুখে আসছে ভেসে কানে
তোমার নাকি বিয়ে এই শ্রাবণে?
নিঃসন্তান বিধবা পাত্রী পেলে?
কি করে তার প্রেমে মজে গেলে?
কচি বয়স সে পাত্রী ভালো
সুন্দর যেন রঙ ঠিকরানো আলো।
মন্দ তো নয় মুখের গঠন
অনেকটা ঠিক চাঁদের মতন।
তিনবারই অন্তঃসত্ত্বা হয়েছে সে
বাঁচেনি একটিও ভাগ্য পরিহাসে।
এক বছরের এই বৈধব্য জীবনে
বিধবাকে নিলে হৃদয়ে টেনে।
মধুমেহ আর উচ্চ রক্তচাপ রোগে
এখন তো সে প্রায়ই ভোগে।
তোমারও তো গ্যাস অম্বলে
সারাদিন বুক যায় জ্বলে।
বাবা মা কবেই গেছে চলে
নেই তার কেউ আপন বলে।
জানে সে আছে তোমার বিবেকবান ছেলে
যা হোক এবার মা ডাক শুনবে তার বোলে।
বন্ধুত্বের বন্ধনে পুনঃবিয়ে গোধুলী বেলায়
ভরষায় দুজনে থেকো দুজনের সেবায়।
তবুও শিক্ষিত সমাজ আঙুল দেখায়
বিধবার মধুমেহ ক্রমে বেড়ে যায়।
না হোক সে কোন উচ্চঘরের
আনবে বিয়ে করে ঘরে নিজের।
এমন কি আর মন্দ হবে?
দুটি জীবন নতুন স্বপ্ন ফিরে পাবে।