কে যে কড়া নাড়ে
আসছি দাঁড়াও বাইরে।
আমি তাল পাতার
বাতাস শীতল।
এই ঠান্ডায় সইবে তো?
বাতাস পেলে তো
বাতাসে তুমি নড়তে পারবে
বলে মনে হয় না তো
ঠিকই তা বটে
হঠাৎ পথ ভুলে
এই ঠান্ডায় এলে?
কিছু নেই তোমার ঘটে
মেনে নিলাম সত্যি
ডাকব নাকি বদ্যি?
তুমি কি বদ্যির চেয়ে
কিছু কম যাও?
কেন যে অকারণে চটাও?
পূর্ণ করে দিয়েছো
আমার ঘট
উপহার কিছু এনেছো?
বল চটপট।
হ্যাঁ তা রাখা আছে
খুঁজলেই পাবে ধারে কাছে
ঝুলিয়ে রেখেছো নাকি গাছে?
হ্যাঁ তো, রেখেছি
লুকিয়ে তা খাঁজে
যদি কেউ দেখে ফেলে পাছে
এখন আমি করি কি যে
সে কথাটা ভাব নিজে
পেরে দেখি,জাগে মনে ইচ্ছে
খুব রাগ হচ্ছে
নাগাল পাচ্ছি না যে
মরি আমি তাই লাজে
আকশি আছে কাছে?
লাগাও তাকে কাজে
এমন করে উপহার
দেওয়া কি তোমার সাজে?
চাই না আমার উপহার
থামবে কি তুমি এইবার?
কথা বাড়িও না আর।
বলতো তোমার কি আছে দরকার
ঠান্ডায় আসো তুমি প্রতিবার।
কেন যে আসো
বুঝি না তো বারবার?