পরিপূরক
একটি ইঁদুর গর্ত করে লুকিয়ে থাকত এক চাষির বাড়িতে। ইঁদুরটি চাষি ও তার স্ত্রীকে থলি থেকে কিছু বের করতে দেখলো।খাবার ভেবে ইঁদুরটি থলির কাছে এগিয়ে গেল।কিছুটা এগোতেই সে লক্ষ্য করলো খাবার কিছুই নেই থলিতে। বরং আছে একটি ইঁদুর ধরার ফাঁদ।তা দেখে ইঁদুরটি পিছিয়ে আসতে লাগলো। চাষির বাড়ির পিছনে বাসা করে থাকতো পায়রা। ইঁদুর তাকে গিয়ে বলল বাড়ির মালিক একটি ইঁদুর ধরার ফাঁদ এনেছে। তার কথা শুনে পায়রা খুব হাসলো এবং মনে মনে বলল আমার পারা ডিম তুমি ব্যাটা খেয়ে নাও। তাই চাষি ঠিক করেছে।তাই সে তাকে বাঁচার কোন উপায় না জানিয়ে বলল, তাতে আমার কি? ওই ফাঁদে তো আর আমি ধরা পড়ব না। ওই ফাঁদে কেবল তুমিই ধরা পড়বে। ইঁদুর হতাশ হয়ে ভাবলো তবে চাষির পোষা মুরগীর কাছে গিয়ে জানালে সে নিশ্চয় কোন উপায় বলতে পারবে।তাই এবার সে মুরগীকে ফাঁদের কথা জানাবে ঠিক করলো। তার কথা শুনে ইঁদুরটিকে ফের হেয় করলো মুরগী। সেও মনে মনে হেসে বলল আমার সদ্য ডিম ফোটা বাচ্ছা তুমি খেয়ে নাও।তোমার একটুও লজ্জাবোধ হয় না।তাই চাষি যা ভেবেছে ঠিক ভেবেছে।আমার ছানাগুলো রেহাই পাবে।এতে আমার কোন সমস্যা নেই।তোমার সমস্যা তুমি বাঁচার রাস্তা খুঁজে নাও। চাষির পোষা ছাগলকে দেখতে পেয়ে ইঁদুর তাকে ফাঁদের কথা জানাতে দৌড়ে মাঠে গেল।ছাগল তার কথা শুনে মাঠে গড়াগড়ি দিল।খুশিতে লুটোপুটি খেতে খেতে বলল চাষি যা করেছে ঠিক করেছে।তুমি আমার ক্ষুদকুঁড়ো খেয়ে ফেল। আমার পেট ভরে না।আমার কোন সমস্যা নেই ওই ফাঁদে।ওই ফাঁদে তুমিই কেবল ধরা পড়তে পারো।
ইঁদুর হতাশ হয়ে গর্তে ফিরে যায়।আর বসে বাঁচার উপায় ভাবতে থাকে। এমন সময় খট করে শব্দ শুনে ইঁদুর বেড়িয়ে দেখে ওই ফাঁদে আটকা পড়েছে এক বিষাক্ত সাপ।আর ওই সাপের লেজকে ভুল করে ইঁদুরের লেজ ভেবে ধরতে গিয়ে সাপের কামড় খায়। স্ত্রীর খারাপ অবস্থা দেখে চাষি ওঝা ডাকে। আর ইঁদুরের শত্রু সাপের দশা দেখে ইঁদুর মনে মনে মনে খুশি হয়ে নাচতে থাকে। এদিকে ওঝা বাড়িতে এসেই পরামর্শ দেয় রোগীকে পায়রার সুপ খাওয়াতে হবে।ওঝার কথায় পায়রা জবাই। সাপের কামড় শুনে আত্মীয়রা বাড়িতে এলে তাদের খাওয়ানোর জন্য এবার মুরগী জবাই। দুদিন পর ওঝার মন্ত্রবলে চাষির স্ত্রী সুস্থ হলে ওঝাকে পারিশ্রমিক হিসাবে ছাগল দান।ওঝা ছাগলটিকে বাড়ি নিয়ে এলে তাকে জবাই করে সকলের মধ্যাহ্ন ভোজন। ইঁদুর এইসব দেখে চাষির বাড়ি ছেড়ে পালিয়ে গেল।
তাই বিপদে পড়লে তাকে সেই বিপদে একা ফেলে দেওয়া কখনোই উচিত নয়।কখনই এটা ভাবা উচিত নয় যে এই বিপদ শুধু তার।বিপদ কখনো করোর একা হয় না।