কিছু শব্দের ব্যথা নিয়ে কাঁধে
সময় স্থির থাকে আমার সাথে
করে কোলাহল আমার ভিতরে
এইভাবে দাঁড়িয়ে আছি শহরে।
অজস্র কথা সব থাকে হলঘরে
মিলিত হয়ে যে শব্দের আধারে
নতুন কথা যত ভিড় করে এসে
আমার ভিতরে বসে অনায়াসে।
কিছু শব্দের ব্যথা নিয়ে কাঁধে
সময় স্থির থাকে আমার সাথে
করে কোলাহল আমার ভিতরে
এইভাবে দাঁড়িয়ে আছি শহরে।
অজস্র কথা সব থাকে হলঘরে
মিলিত হয়ে যে শব্দের আধারে
নতুন কথা যত ভিড় করে এসে
আমার ভিতরে বসে অনায়াসে।