পুবের আকাশ আবার আলোয় লাল,
সুনীল আকাশে ওড়ে বলাকার পাল,
চারদিক ভরে নতুন পাখীর কলতানে,
মাঠেঘাটে ওঠে নবজাগরণের প্রতিবাদী তানে,
হে -মার্কেট এর শ্রমিকদের বিজয় দিবস আজ,
কলে কারখানায় মজদুর তুলেছে
ফের আওয়াজ,
যদিও কিছু মেকি মানুষ তোলে
একই আওয়াজ,
সং গ্রামের ইতিহাস বিকৃত করা তাদের কাজ,
পু়র্ব দিগন্ত,নব রক্তিম রবিকিরনে
সাজছে,
দিকে দিকে নব সংগ্রামের র্নিঘোষ উঠেছে,
হারিয়ে যাওয়া পাখীর সুমধুর কলতান ফিরছে,
ওরা নবযৌবনের শক্তিতে আবার
জাগছে,
নতুন দিনের অপেক্ষায় নতুন পুরানো মানুষ,
পুবের নতুন হাওয়ায় ফাটবে
মেকি ফানুষ,
ভুলের খেসারত দিতে দিতে মানুষ ক্লান্ত,
তাই দিকে দিকে জনসমুদ্রের ঢেউ অশান্ত