এখুনি একটা ঝড় উঠুক,
এখুনি একটা বৃষ্টি আসুক,
বজ্র র্নিঘোষে মেদিনী কাঁপুক,
সব মলিনতা ধুয়ে মুছে যাক,
সর্বধৌতি শেষে নতুন সূর্য উঠুক,
বৃষ্টির শীতলতা ঊষ্ণতা কমাবে,
কিন্তু র্নিভয়া কি নিশ্চিন্ত হবে,
হিংসার আগুনে পুড়বে কোন ঘর,
ভেদাভেদ মুছে গিয়ে মিলবে আপনপর,
সেই বৃষ্টি ধারায় সমাজ শীতল হবে,
যে বৃষ্টির স্পর্শে সামাজিক
ঘৃণার শেষ হবে।
সেই বৃষ্টি আসুক যা অনাবিল র্নিমল,
সেই বৃষ্টির শীতলতা মানবজীবনে হোক অবিচল।