শহরটা দিনে দিনে বাসযোগ্যতা হারিয়ে ফেলছে,
ফুটপাথ গুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে হাঙ্গরের উদরে,
জমি হাঙ্গরের দল সবুজায়নের বদলে কংক্রীটায়নে মত্ত,
ডাষ্টবিন গুলো উপচে পড়ে রাস্তা অবরোধ করছে,
সবজি,মুরগি সবাই ফুটপাথ
কিনে নিয়ে মৌরসীপাট্টা জুড়েছে,
কোন এক কালের মিছিল
নগরী আজ দখল নগরীতে পরিনত,
অন্যায় অনাচার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মুচকি হাঁসে,
চাকুরী প্রার্থীরা বিচারের বানীর অপেক্ষায় দিনগোনে।
দিন দিন যানবাহনের বৃদ্ধির জন্য গতি স্লথ হচ্ছে,
পরিবর্তন কি যে হল বাস্তবে
বোধগম্য হলনা মানুষের