স্বপ্নগুলো উঁকি মারে জানলা দিয়ে
হঠাৎ দেখি দিগন্ত জুড়ে পাহাড় রানী
দুচোখ ভরে দেখবো বলে প্রহর গুনি
উদাত্ত কণ্ঠে শোনায় সে সম্যক বাণী।
ব্রহ্ম কমলের সুবিন্যস্ত পাপড়ির আবডালে
খেলা করে বিষাক্ত চাহিদার বিন্যস্ত জাল
শ্বেতশুভ্র বরফের চাকচিক্যে ঝলসানো চোখ
এক দৃষ্টিতে দেখে আমার প্রেয়সীর ভাল।
পটলচেরা নয়ন খোলা আঁধার দেখে তবু
দুচোখ বেয়ে গড়িয়ে পড়ে নয়ন বারি ধারা
দুই বাহুতে জড়িয়ে ধরি, আগলে রাখি তারে
ভালোবাসা হয় বুঝি এমনি পাগলপারা।