পেলবতাহীন অতিরঞ্জিত সম্পর্কের নাট্যমঞ্চে সবাই আজ অভিনেতা
শোলোক কাটা কবিয়ালের কন্ঠভর্তি শুধুই রিক্ততা
তবুও কথাসাহিত্যিকের দল কথা খুঁজে ফেরে গল্পের আবডালে।
শিক্ষালয়ের কোনায় কোনায় উঁকি মারে অজ্ঞানতিমিরের শ্লেষ
শিক্ষক চিৎকার করে বলছে, তোমরা প্রস্তুত হও, শুদ্ধ হও
গণিতের শিক্ষকের আংকিক অক্ষরমুখে চাক্কাজ্যাম,
বর্ণপরিচয় হাতে প্রবল উৎসাহে ভরপুর প্রাজ্ঞ ভাষা শিক্ষক,
সকল অনুভব অননুভবের মাঝে তরাজু হাতে বিজ্ঞান শিক্ষক
পৃথিবী ছাড়িয়ে মহাজগতের বিমুগ্ধতা দুচোখ জুড়ে,
সদ্য খোলা শীতল পানীয়ের মতো উপচে পড়ছে জ্ঞানের বারিধারা।
কিন্তু কোথায় সেই বিজীগিষা, কোথায় বিপ্রশ্নিকা?
শুনবে কে?