শারদা শোভাময়ী শরতের শিশিরসিক্ত শেফালিতে
রণরঙ্গিনী রক্তদন্তিকা, রূপে রাজে রণাঙ্গনে।
দনুজদলনী দেবী দুর্গা দশভুজ দিয়ে
সংসারের সমুদয় সন্ত্রাস সমুৎপাটিতে
খ্যাত ; খড়্গাঘাতে খতমে খলনায়কদের
উঠে উর্বী উল্লাসে উথলি’ ।
পতিতপাবনী পার্বতীর পদ-পঙ্কজে
হাজারো হৃদয়ের হার্দিক হুতি
রক্ষিবে রুদ্রাণী রাজত্বের রূপমাধুরী ।