পথের ধারে ঐ যে দেখছো একটা গাছ,
নাম গোত্র হীন একটা গাছ,
বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে।
ওর শিকড় টা একটু একটু করে
মাটির অনেক গভীরে চলে যাচ্ছে
নিজেকে শক্ত করে নেবে বলে!
কত মানুষ কতবার অবহেলায় পদদলিত করে চলে গেছে।
তবু নিজেকে শেষ হতে দেয়নি,
প্রাণপন লড়াই করে চলেছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার।
ও যে স্বপ্ন দেখে, বৃক্ষ সমাজে একদিন ওর স্থান হবে।
ওর পরিচয় হবে বৃক্ষ নামে।
আর ওর ছায়াতলে আশ্রয় নেবে কত পথক্লান্ত মানুষ,
কত নীর হারা পাখি,কত পশু।
আজ ওর কোনো নাম নেই, পরিচয় নেই
তাই ওকে পায়ে মাড়িয়ে যেতে পারছো!
একদিন আসবে যেদিন ওর নাম সবার মুখে মুখে ছড়িয়ে পরবে।
সেদিন ওর নাম হবে মহীরুহ।