বাঁশ বাগানে ভোঁদড় নাচে
ভামে বাজায় ঢোল,
শিয়াল পন্ডিত হট্টগোলে
বন্ধ করে টোল।
ছুটি পেয়ে ছানারা সব
খেলতে থাকে বল,
🦊 শিয়াল বলে শোনরে তোরা
বাঁশ বাগানে চল।
পড়ালেখা খেলার সাথে
মজা করতে হয়,
উৎফুল্লিত মনটি হলে
করবে বিশ্ব জয়।
ধীরে ধীরে বাড়তে থাকে
পঙ্গপালের দল,
সবাই কেমন মিলেমিশে
করছে যে কল কল।
🐘 হাতির শাবক শুঁড় উঁচিয়ে
গাইতে থাকে গান,
🦊 শিয়াল পণ্ডিত বলে হেঁকে
বাড়ছে টোলের মান।
গাধা হঠাৎ গান ধরেছে
কী বিদঘুটে সুর;
🐎 ঘোড়া দেখো বিরক্তিতে
দেখায় পায়ের ক্ষুর।