গরমকালে ছুটির দিনে
পাড়ার ছেলের দল,
পুকুর জুড়ে দাপাদাপি
খেলছে দেখি বল!
বৈশাখ মাসের প্রখর তাপে
ফাঁকা থাকে মাঠ,
লেখাপড়ায় মন বসে না
গোল্লায় গেছে পাঠ।
সারি সারি মাটির বাড়ি
নড়বড়ে সব ঘর,
গরু বাছুর পুকুর পাড়ে
খাচ্ছে ঘাস ও খড়।
মানুষ পশু একসাথেতে
করছে পুকুর পার,
জলের মধ্যে সারাটি দিন
ঘরে গেলেই মার।