ফুল বাগিচায় রামধনু যে
নানা বর্ণের ফুল ,
অলি, বোলতা , তিতলি, ভ্রমর
মৌ ,পতঙ্গের কুল।
পরাগ যোগে ব্যস্ত ওরা
মিলেমিশে রয়,
আপন মনে উড়ে বেড়ায়
পায়’না কোনো ভয়।
খিলখিলিয়ে গুনগুনিয়ে
করে কত রব,
আনন্দতে মাতামাতি
একত্রে রয় সব।
ওদের ভাষা ওরাই বোঝে
ফুলের জলসায় গীত,
নানা রকম গুঞ্জন শুনে
বাগ প্রেমিরা প্রীত।
ওদের মধ্যে নেই বৈষম্য
নেইতো আপন পর,
গোধূলিতে ফিরে চলে
যেথায় তাদের ঘর।