ছোট্ট খুকুর সাধ হয়েছে
তারার দেশে যাবে,
কিছুক্ষণের জন্য খুকু
মায়ের আদর খাবে।
মায়ের গন্ধ কেমন হয় যে
নেইতো খুকুর জানা,
বাবার কাছে বায়না করলে
করে শুধু মানা।
তারার দেশে গেলে নাকি
যায় না নাকি ফেরা,
চারিদিকে মেঘের পাহাড়
তারামন্ডল ঘেরা।
ছোট্ট খুকুর সাধ হয়েছে
তারার দেশে যাবে,
কিছুক্ষণের জন্য খুকু
মায়ের আদর খাবে।
মায়ের গন্ধ কেমন হয় যে
নেইতো খুকুর জানা,
বাবার কাছে বায়না করলে
করে শুধু মানা।
তারার দেশে গেলে নাকি
যায় না নাকি ফেরা,
চারিদিকে মেঘের পাহাড়
তারামন্ডল ঘেরা।