উড়োজাহাজ বাসের মতো
নভে ভেসে চলে,
পাখির মতো দুটো ডানা
দ্রুত চলে কলে।
ছোট্ট থেকে খুবই ইচ্ছে
উড়োজাহাজ চড়ি,
সময় যখন এসে গেল
দেখি শুধু ঘড়ি।
গেটে দেখে পরিচয় কার্ড
জিনিস ওজন করি,
বোডিং পাশটি সঙ্গে নিয়ে
এরোপ্লেনে চড়ি।
মেঘের উপর দিয়ে চলি
পাখির মতো উড়ি,
এয়ার বাসটি মনে হচ্ছে
প্রকাণ্ড এক ঘুড়ি।