দেহ ভেঙে,অসংখ্য শরীর
বাড়ে রাত,অন্ধকারও
ভেসে যায় দেহের লবন
সময় মনখারাপের বাগান
অশ্রুপাখিগুলি হয় ভোর কোকিল
সংসার দুঃখের
সম্পর্ক,আত্মীয় ইঁট পাটকেল
প্রেম উদ্যান বিষন্নতা
পাখি ফেলে যায় তৃষ্ণার নীড়
জীবন কে অপমান করতে পারি না
আত্মহত্যা করার সাহস নেই
এখন কাল বৈশাখ
হৃদয় কে চৈত্রের রঙে রাঙ্গায়