কোমরে দুলছে রোদ রঙের শাড়ি
বৃষ্টির গন্ধ নেই
পৃথিবী কুকুরের জিব
বাতাস হবে সমাধিস্থল
বৃষ্টি নামলেই হৃদয় উর্বর হবে
একদল মেঘ গাইবে রবিঠাকুরের গান
আলোর বার্তা এসে জুড়ে দেবে
হাতে হাত,
মিলিয়ে দেবে প্রাণে প্রাণ
ভোরপাখি খুলে দেবে প্রকৃতির সব বন্ধন
কোমরে দুলছে রোদ রঙের শাড়ি
বৃষ্টির গন্ধ নেই
পৃথিবী কুকুরের জিব
বাতাস হবে সমাধিস্থল
বৃষ্টি নামলেই হৃদয় উর্বর হবে
একদল মেঘ গাইবে রবিঠাকুরের গান
আলোর বার্তা এসে জুড়ে দেবে
হাতে হাত,
মিলিয়ে দেবে প্রাণে প্রাণ
ভোরপাখি খুলে দেবে প্রকৃতির সব বন্ধন