বাবা বলতেন
ভালোবাসার মানুষ ফিরে আসেন
ধৈর্য ধরতে শেখো
দাড়িয়ে থাকি,ছায়াস্থির চোখে
জানালার পাল্লা দুটো খোলা
সব খোয়া যাবে একদিন
আমি ও একদিন
বড়ো কথা সেটা না,
বাঁচতে হলে,বাঁচাতে হলে
তোমাকে আসতে হবে
আসতে হবেই
গানের কথা নিয়ে
কলমে ঝড় নিয়ে
গেঁথেছি গানের কলি নিয়ে
নিঃশ্বাস মালা