অমাবশ্যার চাঁদ আকাশে
পোশাকের ধারাবিবরনি শেষ হলে
ঘরবাঁধে খুলি পাঞ্জর
শব, আর শেয়ালের উল্লাস
সুর বাজে বেহালায়
গুমোট কান্না
শ্মশান,চিতার সংসারে
বদমেজাজি উচ্ছিৃষ্ঠ কাটকয়লা মন্ত্রচ্চারণে কেঁপে উঠে আকাশ
বাতাস ভয়ে জড়সড়
বিমুদ্ধ প্রস্থান দরজাতে দাঁড়িয়ে দেখা হয়ে গেল
কুমারী মেয়েটির সঙ্গে