শব্দের প্রতি মোহাবিষ্ট হয়ে রই
নতুন বইয়ের গন্ধে ভেসে বেড়াই
বিছানায় শুয়ে বুকে ওম নিই তার
বই একটা পেলেই কতোটা সুখী।
পুরোনো বইয়ের টানটা আলাদা হয়
বই কে যে ভালোবেসে যায় দিনরাত
বই ছাড়া এক দন্ড চলে না তার
চোখে ঘুম যদি নাহি আসে বই চাই।
অর্ধেক পড়া বই ফেলে রেখে যে পাঠক উঠে যায়
মেকি ভালোবাসা সেটা কি বোঝানো যায়
মত্ত দেখনদারিতায় পাঠ হয়
বই পড়া বই শেষ করাটা যে সোজা নয়।
গদ্য পদ্য মিশিয়ে যে বই হয়
তার মায়া যেন আরও বেশী মনে হয়
সুর করে পড়ে হৃদয় টা নড়ে যায়
শুনে সকলেই খুশীতে বাহবা দেয়।
সিরিজের পরে সিরিজ বেরোয় যার
থ্রিলার কিংবা ভূতের বা রাজপুত
সব ফেলে রেখে বই শেষ করে যারা
নয় তারা দিশেহারা নয় তারা অদ্ভুত।
কেউ কি নষ্ট করে দেয় বই জানো?
ভীষণ দুষ্টু সে বই পোকাকে চেনো
সে বই পোকারা বইটা পড়ে না জানো
তাই তারা ভারী বোকা আর জ্ঞানপাপী।
ভালো লাগা বই বন্ধু কে দিও উপহার
সে যদি তোমার প্রকৃত বন্ধু হয়
সে ভালোবাসবে বই উপহার পেয়ে
বই এর বন্ধু বন্ধু বৈ তো নয়।
বউ বই নয় তাকেও পড়তে হয়
না হলে কতো যে অশান্তি পোহাতে হয়
ভালো বউ হলে বইটা পড়তে দিও
বউ খুশী হলে সংসারে সুখ হয়।।