বড়ো একা,বৈশাখের দুপুর
বৃষ্টি বৃষ্টি মুখগুলি রাজহাঁস
বারান্দার নদীজলে
জলের গভীর থেকে তুলে আনে
প্রসিদ্ধ বেদনা
সন্ধ্যা নামছে দেহে
নিথর হৃদয়,কেঁদেই পথ
ডাকে আকাশ, নক্ষত্রের ধানমাঠ
অন্ধকার লাঠি হাতে পাহারাদার চাঁদকে
মুখোমুখি বসি,চুপকথার বাগান নিয়ে
বড়ো একা,বৈশাখের দুপুর
বৃষ্টি বৃষ্টি মুখগুলি রাজহাঁস
বারান্দার নদীজলে
জলের গভীর থেকে তুলে আনে
প্রসিদ্ধ বেদনা
সন্ধ্যা নামছে দেহে
নিথর হৃদয়,কেঁদেই পথ
ডাকে আকাশ, নক্ষত্রের ধানমাঠ
অন্ধকার লাঠি হাতে পাহারাদার চাঁদকে
মুখোমুখি বসি,চুপকথার বাগান নিয়ে