আগ্নেয়গিরি দেখিনি তো কোনো দিন-
ভিসুভিয়াস নাকি মাঝে মাঝে জেগে ওঠে –
নারীর মনেতে আগ্নেয়গিরি আছে-
কখনো ঘুমায় কখনো সে জেগে ওঠে।
বরফের দেশে কখনো বেড়াতে গেছি-
হিমশীতলতা কাকে বলে সেটা জানি-
নারীর মনও হিমাঙ্কে ডুবে থাকে-
উষ্ণতা পেলে উষ্ণতা দেয় মানি।
পাহাড়ের দেশে ছোট বেলা থেকে ঘুরি-
পাহাড় জানো তো বিস্ময় রাখে বুকে-
নারীর মনেতে পাহাড় ঘুমিয়ে থাকে-
অগস্ত্য এলে সে পাহাড় দেখি আভূমি প্রণত হয়।
সাগর নদীর জলতরঙ্গে ঘুরি-
জোয়ার ভাঁটা তো মনে আনে বিস্ময় –
নারীর মনেতে ঢেউ ওঠানামা করে –
কখনো সে ঢেউ প্লাবন বইয়ে দেয়।
বনজঙ্গল আর একটা বিস্ময় –
ছোট বেলা থেকে জলে জঙ্গলে ঘুরি-
নারীর মনেও অরণ্য ভূমি আছে-
সে মনো ভূমিতে উর্বর কৃষি হয়।
সৃষ্টির বড়ো সুন্দর এক বিস্ময় হলো নারী-
ছোট বেলা থেকে এতো যে বড়ো হলাম-
জেনেছি নারীকে পৃথিবীর এক বিপন্ন বিস্ময় –
নারী ও প্রকৃতি একাকার দেখি যত দেশ ঘুরে মরি।।