জীবন টা কেন জানি এ রকম হয়-
এই মন ভালো আছে এই ভালো নয়
যন্ত্রণা ক্ষত গুলো শুধু বেড়ে যায়।
হয়তো বা অভিশাপ হয়তো আশীর্বাদ
অমৃত গরলে মিলে ভালোবাসা হয়।
জীবন এমনই হয় কোনো কিছু দামী নয়
কেউ আমি আমি করে চলে যায়।
সূর্য টা উঠবে তো চাঁদ ডুবে যাবে সে তো
আলো আঁধারিয়া খেলা অবিরাম হয়।
সকলেই চলে যায় কোনো কিছু স্থায়ী নয়
কাজ আর কথা কারো রয়ে যায়।
ভালোবাসা আজ আছে কাল চলে যাবে সে যে
মাতা পিতা ভাই বোনও সব চলে যায়।
বাঁচা মরা নেই হাতে বিদায়ের বাজনাতে
বোল ওঠে চলে যেতে হবে চলে যায়।
ফুল ঝরে পড়ে যাবে কে বা তাকে আটকাবে
আকাশের তারা খসে পড়ে যায়।
শাস্তি কে কাকে দেয় কারো ভালো মন্দ হয়
অকালের মেঘে জল ঝরে যায়।
কাদা মাখামাখি করে কে যে জেতে কে যে হারে
ব্যর্থ জীবনে কেউ কেঁদে যায়।
তারা কিগো ফিরে আসে যে বা যারা হারিয়েছে
ভালো বেসে কে যে কাকে ডেকে নেয়।
এই যে জনম ভূমি দেশমাতা পায়ে চুমি
আলো হাওয়া জল ফল দিয়ে যায়।
তবু তাকে ছেড়ে যাই দূর দেশে চলে যাই
শান্তি কি আছে কোথা ভাবি তায়।
আবারও ফিরতে হবে শ্রীচরণ ছুঁতে হবে
বিদায় বন্ধু কেউ বলে যায়।।