অনেক সাধার পরেও যে আসলে না-
হঠাৎ দমকা বাতাসে ওড়ালে চিঠি,
অগের মতো ই আজও দুষ্টুমি করো,
গোধূলি আলোয় শুরু করো খুনসুটি।
দিশেহারা মন বেশ ছিলো গৃহকোণে-
ভালোবেসে মন আনমনা করে দাও,
হৃদয় দুয়ারে সাদরে আসন পাতি,
ঝড়ের বেগেতে এসেই সব উড়াও।
আঁচল তোমার উড়ায় মলিন ধূলি
দিগবধূরা নাচে আকাশ জুড়ে
বসন খুলে দিচ্ছে যে ডালপালা
পাখির বাসা পড়লো দূরে উড়ে।
এরূপ তোমার কেউ দেখেনি আগে
দিগবসনা উদ্দাম বেগে ধাও
সে রূপ যতই হোক না ভয়ঙ্করী
সাগর থেকে মাটিতে আচ্ছাড় খাও।
খরকর তাপে ক্লান্ত হৃদয় মন-
ভাব ভালোবাসা হৃদয়েই পুড়ে খাক,
ভিতর ও বাহির শান্ত হবে যে কবে,
ফসল বোনার সময় টুকুই থাক।
অপেক্ষা রাত জানি গো দুঃসময় –
কতো দিন একা একা জেগে ভোর হয়,
আসলে তখুনি উদ্দাম প্রেমে তছনছ করে দাও,
সে মধু যামিনী মধুর হয়কি প্রিয়।।