বন্ধু তুমি কইবা আছো
গেলায় বলো কই,
তোমায় ছাড়া একলা ঘরে
কেমনে আমি রই?
কোন দোষেতে আমায় ছাইড়্যে
চইল্যা গেলা দূর,
বাঁচুম কেমনে তোমায় বিনা
পরাণ দুঃখ্যে চুর।
ভালোবাসার কথা কইয়া
ভুলাইলা মোর মন,
সব খোয়াইলাম তোমার লাইগ্যা
ভাইব্যা আপন জন।
আইজকা তুমি কোনবা মোহে
থাকো বিদেশ ভুঁই,
মনে লয় না আমার কথা
কেমনে থাকি মুই?
মান- অভিমান ছাইড়্যে বন্ধু
ফিইরা আইসো ঘর,
ঠাঁই দিওগো তোমার বুকে
ভাইব্যো নাগো পর।