সুশিক্ষা দেয় জ্ঞানের দীক্ষা
চলতে জীবন পথ,
শিক্ষা জাতির মেরুদন্ড
জ্ঞানীজনের মত।
সঠিক শিক্ষা পেলে জেনো
অজ্ঞানতা দূর,
জ্ঞানের বিভায় মনটা ভরে
জীবন মাঝে নূর।
আঁধার ঠাসা জীবন জুড়ে
শিক্ষা ছাড়া ভাই,
শিক্ষা ঘুচায় সকল কালো
বিকল্প আর নাই।
পড়লে পুঁথি জানবে কত
বাড়বে যবে জ্ঞান,
শিখবে যত দেখবে তত
দেবে লোকে মান।
ধরা মাঝে যতকিছু
ধন সম্পদ রয়,
সকল ধনের ক্ষয়টা আছে
শিক্ষা ধনের নয়।