মেঘ মল্লারে মধুর রাগিনী
ময়ূর ময়ূরী দলে,
মধুপ মাধুরী মগ্ন মনেতে
মিলেছে মিলন ছলে।
মনভ্রমরী মত্ত মৃদুল মঞ্জুরী
মিষ্ট মধুর স্বাদে,
মনিকা মল্লিকা মাধবী মালতী
মোহময়ী মায়ায় বাঁধে ।
মন্থনে মানি মহুলের মাহাত্ম্য
মরমে মননে ভরে,
মৌপিয়া মনে মধুকর মালী
মৌসুমী মালিকা গড়ে।
মধুমাসে মধুরসে মুরারী মোহনের
মাদকতা মেশানো কথা ,
মাদলে মঞ্জিরায় মোহিনী মঞ্জিলে
মনোজ্ঞ মানি যথা।
মুরলী মোহন মরমীয়া মালকোষে
মৌটুসী মনেতে মজে,
মমতা মাখানো মুক্তিরে মেনে
মান্যতা মাধবে ভজে।