শীত সকালে সূর্যি মামা
দেরী করে আসে,
ঠকঠকিয়ে কাঁপি সবে
দারুণ শীতে ত্রাসে।
শীত কুয়াশার চাদর মুড়ে
ঢাকা থাকে ধরা,
সূর্যি মামা ঢাললে আলো
মনে স্বস্তি ভরা।
কত গরিব দুখী জনে
কুঁকড়ে থাকে শীতে,
গরম জামা কম্বল পায়না
জীবন দুখের গীতে।
বাড়লে বেলা যেই কুয়াশা
আলোর তাপে ভাগে,
খিলখিলিয়ে হাসে নিখিল
দেখে আবেশ জাগে।
রবির আলোয় ভুবন ভরে
পাখিরা গায় সুরে,
কুসুম বাগে ফুলের মেলা
অলির দলে ঘুরে।
সূর্য রশ্মি নানা রোগের
উপশম যে করে,
সূর্যি মামা রেখো তুমি
ধরা আলোয় ভরে।