তীর্থ কোথা খুঁজছো তুমি
হৃদয় সেরা তীর্থ স্থান,
জগত জোড়া সকল তীর্থের
সেখানেই মূল পীঠস্থান ।
বিশ্বাসে যে কৃষ্ণ মিলে
সেকথা কন জ্ঞানী জন,
নাভিমূলটা হতেই শূরু
ওঁকার মন্ত্রে জেনো মন।
মিছেই কেন খুঁজছো ঘুরে
মন্দির মসজিদ গির্জা দ্বার,
হৃদয় তীর্থে খুঁজলে পাবে
সকল ধর্মের সারাৎসার।
স্বচ্ছ মনে ভক্তি ভরে
ডাকলে প্রভু খুশি হন,
জপে ধ্যানে একমনেতে
থাকলে মিলে পরম ধন।
নামের বাতি জ্বালাও যদি
উজল রবে হৃদি ঘর,
পুলক সুখে ভরবে রে মন
দেবেন প্রভু তোমায় বর।