বীর বাঙালি আত্মদানে
ঘুচায় জাতির ঋণ,
বিজয় এলে দেশের বুকে
এলো সুখের দিন।
শহিদ প্রাণের অমর গাঁথায়
মাতৃ ভাষার জয়,
লাল সবুজের নিশান ওড়ে
দূর করে সব ভয়।
বাংলা ভাষার জন্য সবার
ছিল নাড়ির টান,
মায়ের ভাষার মান বাঁচাতে
প্রাণের বলি দান।
দেশের তরে লড়াই করে
তরুন যুবার দল,
পাকির শাসন লুপ্ত করে
আনলো জয়ের ফল।
ডিসেম্বরের ষোলো যেদিন
সব অত্যাচার লীন,
স্বাধীনতার তূর্যে বাজে
মুক্তি সুখের বীণ।