ওরে চাদু, শুনছি আছে
আজব মজার দেশ,
চল্ না যাই সেথায় সবে
মজা হবে বেশ।
সেথায় নাকি গাছে গাছে
ধরে আজব ফল,
ঝর্ণা ধারা চার পাশে বয়
ভারী মিষ্টি জল।
ছেলে মেয়ে দিন রাত্তির
খেলা ধুলায় রয়,
পড়াশোনার নেই রে বালাই
নেই কো মনে ভয়।
বলবো কি ভাই শুনছি সেথা
হিংসে বিবাদ নাই,
মিলে মিশে থাকে সবাই
তাই তো যেতে চাই।