কবি যখন একা একা
বসে আপন মনে,
কাব্য ভাবে বিভোর থাকেন
সৃষ্টি তৃষ্ণা সনে।
শব্দ বাগে শব্দ কুঁড়ির
মনোহরা রূপে,
ভাবুক কবির মনটা ডুবে
আবেগেতে চুপে।
সুললিত সুষম ছন্দে
কাব্য ছড়া গড়ে,
কাব্য প্রেমিক পাঠক হলে
আবেগ নিয়ে পড়ে।
দেশ সমাজের হিতে যবে
কবি কলম ধরে,
সচেতন বোধ মানবতার
বাক্য শুধু ঝরে।
জাগ্রত হয় বিবেক যবে
আঁধার সব নাশে ,
কবি তখন তৃপ্তি সুখে
আহ্লাদেতে ভাসে।