ভবের মেয়াদ স্বল্প কালের
এতো সবাই মানি,
দম ফুরালে শ্মশান চিতায়
ঠাঁই টা হবে জানি।
থাকতে জীবন মানুষেরা
ছুটে মোহের পিছে,
আমার আমার করে মরে
বুঝেনা সব মিছে।
যতোই থাকুক বিত্ত বৈভব
থাকবে সবটা পড়ে,
তুমিই শুধু একলা যাবে
পরপারের ঘরে।
তবে কেন মিছামিছি
সময় করছো ক্ষয়?
সবার জন্যে কাজ করে যাও
দ্বিধা করে জয়।
অল্প দিনের জীবন ভিসা
এই ধরনীর ঘরে,
জীবন যখন নয় অনন্ত
সুকর্ম যাও করে।
শূন্য হাতে এসেছিলে
যাবে শূন্য হাতে,
ভবের জীবন সার্থক করো
ভালো কাজের সাথে।