পল্টু কাকা বুদ্ধি পাকা
মানুষ সরল সোজা,
মাথার উপর সংসারের চাপ
দেখে যায় না বোঝা।
অনেক খুঁজে পল্টু কাকা
দিল ছেলের বিয়ে,
আধুনিক যে বৌমাটি তার
মগ্ন মোবাইল নিয়ে।
সুন্দর বৌটি পেয়ে ছেলে
হানি,বাবু ডাকে,
মিষ্টি হেসে বৌমা তাঁকে
জানু বলেই হাঁকে।
দিনে রাতে ফোনে চ্যাটিং
আর ব্যস্ত সাজে ,
কাজের কথায় বিরক্তি যে
ফুটায় মুখের ভাঁজে।
শাস শ্বশুড়ে মান্যতা নাই
গটগটিয়ে হাঁটে,
বারমুদা আর স্পোর্টস গেঞ্জিতে
আধুনিকতার ঠাঁটে।
রকম দেখে পাড়া পড়শী
ঠাট্টা বিদ্রুপ করে,
বাড়ির লোকের মাথায় হাত
দারুণ লাজে ভরে।
শিক্ষা দীক্ষার একিরে হাল
ভাবেন পল্টু কাকা ,
বৌয়ের আঁচল ধরা ছেলে
হায়রে যুগের চাকা!