স্থূলাঙ্গি পৃথুলা বিশাল বিপুলা
স্বামীকে বলে হেসে,
ওগো প্যাকাটি চালাও রিক্সাটি
ম্যারাথন যথা রেসে।
প্রেমের রসেতে মোহের বশেতে
ধনীর দুলালী কনে,
ভেবেছিল হাঁদা সুখপাখি বাঁধা
থাকবে টাকার সনে।
শ্বশুর মশাই আস্ত কষাই
চোখ কটমট করে,
যৌতুক বিনে রিক্সা কিনে
দিলো হাঁদায় ধরে।
ধবধবে ফর্সা পরাণ হর্ষা
চেহারা অতি মিষ্টি,
টানিতে কষ্ট বুঝিলো স্পষ্ট
বিধাতার একি ছিষ্টি!
লোকজনে দেখে হাসিটা মেখে
লুটোপুটি খেয়ে বলে,
তুইরে হাঁদা সবসেরা গাধা
ডুবলি প্রেমের ছলে।
বিবি টুনটুন করে গুনগুন
হেলিয়া দুলিয়া গানে,
থলথলে ভুঁড়ি লাগে সুড়সুড়ি
মধুর ছোঁয়া প্রাণে।
কপালে আঘাত পড়ে চিৎপাত
রিক্সা খানা খন্দে,
হাঁদার উপরে গিন্নিটি পড়ে
চিড়ে চ্যাপ্টা নন্দে।