এই ভুবনের সৃষ্টি যত
তোমার গড়া সব,
মূলাধার যে তোমায় জানি
দয়াল প্রভু রব।
অপার মায়ায় করলে সৃজন
তাতে জীবন পাই,
আলো বায়ু খাদ্য জলে
বেঁচে আছি তাই।
যেদিকে চাই দেখতে যে পাই
তুমিই সৃষ্টির মূল,
অজ্ঞানতা দাও ঘুচিয়ে
আছে যতো ভুল।
ধনী গরিব দীনের পাশে
থাকো নিত্য সাঁই,
তোমার কাছে সবাই সমান
ভেদ বৈষম্য নাই ।
জীবন পথে চলতে গিয়ে
তোমার কৃপা চাই,
দিবানিশি মুখে যেন
নামটি জপতে পাই।