প্রিয়তমেষু প্রকৃতির আমি প্রেমিকা
ভালোবেসে তাঁরে ছুঁতে চাই,
আকণ্ঠ তোমার ওই রূপসুধা পানে
আহ্লাদে হৃদয় ভাসে তাই।
প্রিয়তমেষু,তোমার অঙ্গের মাঝারে
এবরো খেবড়ো ত্রুটি যত,
মায়ার কাজলে ঢেকে দেয় সব ক্ষত
বিভোর মুগ্ধতা ঝরে কত।
প্রিয়তমেষু,তোমার সামিয়ানা জুড়ে
ষড়ঋতুর বিচিত্র খেলা,
রূপবদলের পালা হেথা ক্ষণে ক্ষণে
আবেশে ভাসে খুশির ভেলা।
অঘ্রাণে সোনার ফসল মাঠেতে ভরে
শীতে তুমি সাজো ফুলে ফুলে,
পরিযায়ী পাখি সবে আসে ওড়ে ওড়ে,
বিমোহিত মন ওঠে দুলে।
প্রিয়তমেষু,বর্ষায় কল্লোলিত রূপে
বাদল ছোঁয়ায় সিক্ত ভূমি,
শাপলা শালুক কৃষ্ণচূড়া জুঁই রাশে
মন চায় তোমাকেই চুমি।
কার্তিকে নবান্নের উৎসবের সুরে
খুশি উপচে পল্লীর ঘরে,
প্রিয়তমেষু,তোমাকে ছুঁয়ে বেঁচে রবো
শুধু তোমার আঁচল ধরে।