নদী তীরে খালে বিলে বুনো হাঁস খেলে,
প্যাক প্যাক রবে ডেকে ডানা দুটো মেলে।
হুটোপুটি খুনসুটি কলরবে সবে,
সারাদিন জল কেলি নেই মানা যবে।
সোনা ঝরা মিঠে রোদে আরামটা মাখে,
শামুক গুগলি মুখে চিবোয় যে ফাঁকে।
প্রসবের কালে ওরা বসে এক ধারে,
ডিম পাড়ে সকলেই সুখে সারে সারে।
অবসরে ডিমে ওম দেয় এক সাথে,
সময়েতে ডিম ফুটে ছানা আসে তাতে।
নিরিবিলি কোনে গড়ে নিজেদের বাসা,
হেসে খেলে থাকে মিলে বুনো হাঁসে খাসা।
বুনো হাঁস দলে কভু ঝাঁক বেধে ওড়ে,
জলাশয় ভালোবাসে কভু যায় দূরে।
বড়ো ভালো লাগে যবে ঝাঁক বেধে চলে,
শিকারি যে ওৎ পেতে ফাঁদ পাতে ছলে।