সাহিত্যে যে মহারথী তারাশঙ্কর
‘গণদেবতা’ তার সৃষ্টি,
সপ্তপদী বসন্তরাগ পাষাণপুরি
রচনাতে দক্ষ দৃষ্টি।
ডাকহরকরা গন্নাবেগম ও পঞ্চগ্রাম
জনমনে পেলো স্থান,
হাঁসুলী বাঁকের উপকথা ছিল
জীবন যাতনা গান।
নিপুণ লিখনী ধাত্রী দেবতা আর
ভুবন পুরের হাটে,
অপরাজেয় মানুষের মনে তুমি
মহাশ্বেতার-ই বাটে।
হাঁসুলী বাঁকের উপকথা মাঝে
যাতনার কথা যত,
সমাজ,রাষ্ট্রের জীবন চিত্রণে
কৌশলী কলম কত।
জলসাঘর আরোগ্য নিকেতন
চলচ্চিত্রে পেলে স্থান,
আবেশ ছড়ায় মানুষের মনে
সারা দেশে বাড়ে মান।
অতুল সাহিত্য কীর্তির কারণে
পান পদ্মভূষণ খ্যাতি ,
পদ্মশ্রী ও জ্ঞানপীঠ খেতাব পেতে
শ্রদ্ধাভরে নত জাতি।