সাহিত্যের দিগাঙ্গনে বিরল নক্ষত্র
দেবী মহাশ্বেতা জানি,
জ্ঞানপীঠ পুরস্কারে বরেণ্য তাঁহারে
শ্রদ্ধাভরে সবে মানি।
অসহায় উপজাতি লোধা শবরের
মর্ম বেদনার ভাষা,
আন্দোলিত ব্যথাভারে কেঁদেছে হদয়
প্রতিবাদে দিয়েছো আশা।
‘হাজার চুরাশির মা’ বঞ্চিতদের
হাহাকার দেখে লিখে,
অতুল্য মানবতায় স্নেহের পরশ
ছড়ায় চারি দিকে।
উপজাতি সনে আন্তরিক মনে
বিলায়ে শীতল ছায়া,
অনুভবী হৃদয়ে মহান মানবীর
মমতায় সিক্ত কায়া।
‘ অরণ্যের অধিকার ‘,’ঝাঁসীর রানি’
অনুপম তব সৃষ্টি,
সাহিত্য ভাঁড়ার সুসমৃদ্ধ করেছে
তোমার রচিত কৃষ্টি।