বাংলা সাহিত্যে ধূমকেতু সম
উদয় তোমার কবি,
সমব্যথী তুমি দীন দুখীদের
তাদের আশার রবি।
শিশুকাল থেকে ঘাত-প্রতিঘাতে
শতেক কষ্টের মাঝে,
স্বীয় গরিমায় লড়াই সৈনিক
লভিলে যশের তাজে।
জাতি ধর্মের তিক্ত বৈষম্য ভুলে
সাম্যের বারতা নিয়ে,
জাগালে চেতন জাতির পরাণে
সুরের পরশ দিয়ে।
দেশের তরে নিবেদিত প্রাণেতে
বিদ্রোহী কবিতা লিখে,
তরুন শোণিতে টগবগ ফুটে
সাড়া জাগে দিকে দিকে।
কান্ডারী হুশিয়ার ও সাম্যবাদী
জন মানসের মনে,
উত্তাল আবেগে আপ্লুত সকলে
শ্রদ্ধা উল্লাসের সনে।
সরস্বতীর অঙ্গনে বসে কবি
লিখিলে কতনা কাব্য,
সুললিত গীত কাব্য কথায়
মধুর শ্রুতি শ্রাব্য।