সেই একই রেজিমেন্টে কুচকাওয়াজ
সেই গতানুগতিক লেফট রাইট লেফট রাইট লেফট
ভূতে পাওয়া মিলিটারি বুটের সরকারি ধু্লোয়
সাদা পায়রার খসে পড়া পালক
বারুদ পোড়া সুরে গেয়ে ওঠে বকুম বকুম বকবকুম
স্টার মার্কা নামাবলি গায়ে ন্যালাখ্যাপা মেজর
ছড়ি ঘুরিয়ে কোঁত পেড়ে বলল, কুইক মার্চ
ওর অণ্ডকোশে এক লাথি দু লাথি তিন লাথি
ট্রিগারে আঙুল রেখে যার দিকে তাগ করে বসে আছি সে
পাখির মত একটা কাচ-রঙা স্বপ্ন
যার আরেক নাম রক্তাক্ত কথামালা অথবা
অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট
নদীর খোলা বুক আঁকড়ে পড়ে আছে অগণিত শিশু
স্তনবৃন্তে ফোটা ফুলের মত একটা জলছবি
ঝাপসা হয়ে আসছে, ঝাপসা হয়ে আসছে মর্গের মজলিস
ঝাপসা হয়ে আসছে ডাইনিং টেবিলের রোজনামচা
জারুল গাছে ঝুলে থাকা কুয়াশার আত্মবিশ্বাস
হিংসা আর প্রতিহিংসার সরল বিভাজিকায় আচমকা
ভৌম জলের টাচস্ক্রিনে হাত দিতেই
যুদ্ধ যুদ্ধ খেলার নতুন অ্যাপ ইন্সটল হয়ে যাচ্ছে দ্রুত,
ওপন করলেই হাইলাইটেড ম্যাসেজ,
সভ্যতার ট্রাফিক সিগল্যালে দাঁড়িয়ে আছো তোমরা
তোমরাই তোমাদের শেষতম উত্তরাধিকার।
কমেন্টে কী লিখব ভাবতে ভাবতে লিখে ফেললাম,
মানবতা বয়ঃপ্রাপ্ত হোক আমার আমাদের সকলের