প্রতিবার ঝরে যায় পালক…
ডানা ঝাপটানোর মৃদু আওয়াজ কানে পৌঁছাবার আগেই ম্লান হয়ে যায় বাতাসে!
এখন আশ্চর্যভাবে সহনীয় হয়ে গেছে সব…
যন্ত্রণাবোধ নেই কোথাও!
আগুনের নির্বাসনে যার দিনযাপন তাকে পোড়াবে কেমন করে তাপের পারদ?
ছত্রাকে ঢেকে থাকা পচাগলা কাঠের বুকে আকস্মিক বর্ষাও উচ্ছ্বাসহীন…
ফুলেদের ফোটা ঝরার খেলা ..
নোনা ঢেউয়ের ধারাবাহিক ভাঙা গড়া আর দামাল হাওয়ায় অস্থায়ী বালিয়াড়িদের প্রতি মুহূর্তের অপসারণ দেখতে দেখতে আমি ক্লান্ত।
অর্থহীন মেঘেদের অনিচ্ছুক ভাসান আর ঋতুমতী নদীর আবেগি ছন্দ হারিয়ে যাক চিরতরে।
একটা একটা করে সুতো খুলতে খুলতে ফুরিয়ে যাক নীলাম্বরী আঁচল…
এখানে কোথাও কোন যন্ত্রণা নেই..!