আমরা শিখি এ বি সি ডি
আমরা লিখি ওয়ান টু
আমরা বলি রাইম পোয়েম
সব বিষয়ে হচ্ছি পটু।
আমাদের নেই বিকেল বেলা
নেই আমাদের দৌড়-ঝাঁপ
স্কুল ফেরতা টিউশনিতে
ম্যাথের সাথে উঠছে হাঁপ।
আচ্ছা মা, আমরা কেন
নিজের ভাষা শিখছি না
বলতে পারি গড়গড়িয়ে
লিখতে কিছুই পারছি না।
মা বললেন, বাংলা শেখো
তেমন কিছু কঠিন নয়
দিচ্ছি এনে সহজপাঠ আর
মেরুন রঙা বর্ণপরিচয়
আজকে আমার হাতেখড়ি
আজকে হাতে ছড়ার বই
এখন আমি লিখতে পারি
অ- আ-র পরে হ্রস্ব ই।
এ ধরণের ছড়া লেখায়
হয় যদি কারো মনে সাধ
লেখার আগেই নিয়ে এসো
ভবানী স্যারের আশীর্বাদ।