তুমি মুক্তি চাইছিলে
তুমি ছটফট করছিলে খাঁচায় বন্দী পাখির মতো।
আর আমি বারবার অবুঝের ভান করে গেছি,
মিথ্যা আশায় বুক বেঁধেছি।
জানি সব ভুল, সব মিথ্যা ।
তবু বারবার ঐ মিথ্যাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছি।
আজ আমি পেরেছি অনেকটা দূরে চলে আসতে
তোমার মুক্তির পথ সুগম।
পিছন ফিরে তাকানোর প্রয়োজন নেই!
তোমার ফিরে আসার অপেক্ষায় আর কেউ থাকবে না।
ভুল কে ভুল আর মিথ্যা কে মিথ্যা বলেই স্বীকার করে নিয়েছি।
বড্ড বেশি দেরি করে ফেলেছি!
তবুও আজ আমি পেরেছি দুটো পথ আলাদা করতে!